news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

যুক্তরাষ্ট্র

আসিফ ও আনিশার ইউএসএ হেরিটেজ ট্যুরে গানের উচ্ছাস আয়োজনে গ্যালাক্সী মিডিয়া

Next.js logo

প্রকাশিত:

গতকাল

নিউজটি শেয়ার করুন:

এই প্রজন্মের সারা জাগানো শিল্পী আসিফ আকবর ও আতিয়া আনিশার গানের উচ্ছাসে ভাসছে ইউএসএ। এ যের অন্যরকম এক উনমাদনা, এই তাপ ছাড়াবেন আরো ২ মাস সময় ধরে। ভক্তরা তাদের আলিঙ্গন করেছেন স্মৃতির পাতা খুলে।

Thumbnail for আসিফ ও আনিশার ইউএসএ হেরিটেজ ট্যুরে গানের উচ্ছাস আয়োজনে গ্যালাক্সী মিডিয়া
ইনকিলাব

তবে তাদের এই সফরের পিছনে রয়েছে মূলত বাংলাদেশের সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনসহ আমেরিকার বিভিন্ন শহরের মানুষের কাছে তুলে ধরা। এই কাজে সারধি হয়েছে গ্যালাক্সী মিডিয়া। 

গ্যালাক্সী মিডিয়ার আয়োজনে বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও আতিয়া আনিশা যুক্তরাষ্ট্র হেরিটেজ ট্যুরে  শো করছেন উত্তর আমেরিকার বিভিন্ন শহরে।

বিশেষ করে গ্যালাক্সী মিডিয়ার আয়োজনে কণ্ঠশিল্পী আসিফ আকবর দীN© ১৭ বছর পরে ইউএসএ-তে ট্যুর করছেন। যেখানে তার ভক্তবৃন্দ ও বাঙ্গালীসহ বিভিন্ন কম্যুনিটির মানুষের উপচেপড়া ভিড় চোখে পরার মতো। মানুষের আগ্রহের কারণে বিভিন্ন শহরে একাধিক স্টেজ শো অনুষ্ঠিত করতে হচ্ছে। 

ইতিমধ্যে নায়াগ্রা ফলস এর হোটেল শেরাটনে ফোবানায় গান পরিবেশন করেছেন এই শোতে মানুষের উপচেপড়া ভিড় ছিলো। 

এরপর ভার্জিনিয়াতে একটি শো হয়েছে, সেখানেও মানুষের উপচেপড়া ভিড় ছিলো এবং মানুষের ব্যাপক আগ্রহের কারণে আরও একটি শো হবে আগামী ২৬ অক্টোবর। 

তাছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শো-এর প্রস্তুতি চলছে, যেমন- নিউইয়র্ক-এ ২টি ওপেন এয়ার কনসার্ট , ৫ অক্টোবর- নিউজার্সি, ১২ অক্টোবর- মিশিগান, লস এন্জেলস- ১৭ অক্টোবর, বোস্টন- ২৫ অক্টোবর গানের শো এছাড়াও বিভিন্ন প্রোগ্রাম হবার সম্ভাবনা রয়েছে।   

গ্যালাক্সী মিডিয়া, উত্তর আমেরিকার বিভিন্ন শহরে বাংলা সংস্কৃতির, বাংলা গানের চর্চা ও প্রসারে ধারাবাহিকভাবে এ ধরণের ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।   

সাথে সাথে গোল্ডেন এজ হোম কেয়ার টাইটেল স্পন্সর এবং নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার স্পন্সর হিসেবে ইউএসএ হেরিটেজ ট্যুর এর সার্বিক সহযোগিতা করছে। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে  আজকাল এবং সাপ্তাহিক ইনকিলাব। 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন